নোয়াখালীর চৌমুহনীতে ভয়াবহ আগুন।কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
নিজস্ব প্রতিবেদক :যমুনানিউজ৭১
আবারো নোয়াখালীর চৌমুহনীতে ভয়াবহ আগুন!জ্বলছে নোয়াখালীর ইসলাম মার্কেটসহ টাল কোম্পানীর মার্কেট।
আজ রাত ১৭ নভেম্বর (৬:৩০)মিনিটে র দিকে ভয়াবহ আগুন লাগে নোয়াখালীর চৌমুহনীতে।পুরে যাচ্ছে
ইসলাম মার্কেটসহ টাল কোম্পানীর মার্কেট।এতে আগুন নিয়ন্ত্রণে আসার জন্য কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।সহযোগিতায় স্থানীয় মানুষ।তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে নি।
আগুন কিভাবে বা আগুনের সূত্রপাত এখনো জানা যায় নি!